Journey Beyond Boundaries Activity,All,Drama অমল ও দইওয়ালা | Amol o Doiwala | রবীন্দ্রনাথ ঠাকুর | Rabindranath Tagore | ডাকঘর | DAK GHAR

অমল ও দইওয়ালা | Amol o Doiwala | রবীন্দ্রনাথ ঠাকুর | Rabindranath Tagore | ডাকঘর | DAK GHAR



ডাকঘর ১৩১৮ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
অচলায়তন গ্রন্থাকারে ডাকঘরের পরে প্রকাশিত হয়; কিন্তু ডাকঘর রচনার পূর্বে অচলয়াতন লিখিত ও সাময়িক পত্রে প্রকাশিত হইয়াছিল, এই জন্য রচনাবলীতে উহা ডাকঘরের পূর্বে মূদ্রিত হইয়াছে।

ডাকঘর রচনার স্থান-কাল সম্পর্কে আভাস পাওয়া যায় মণিলাল গঙ্গোপাধ্যায়কে লেখা রবীন্দ্রনাথের পত্রে (দ্র. শারদীয়া দেশ, ১৩৭৩, ৩, ৪, ৫)। তন্মধ্যে ডাকঘরের স্পষ্ট উল্লেখ চতুর্থ পত্রে; এই পোস্ট্‌কার্ড সম্ভবত ১ আশ্বিন ১৩১৮ তারিখে শান্তিনিকেতন হ‌ইতে লেখা হয়। রবীন্দ্রনাথের ‘রাসমণির ছেলে’ ভারতী পত্রে ১৩১৮ আশ্বিনে প্রচারিত, এটি রচনার পূর্বেই ‘ডাকঘর’ রচিত, ইহাও অনুমান করার কার আছে।

দইওআলা। দই― দই― ভালো দই!
অমল। দইওআলা, দইওআলা, ও দইওআলা!
দইওআলা। ডাকছ কেন? দই কিনবে?
অমল। কেমন করে কিনব! আমার তো পয়সা নেই।
দইওআলা। কেমন ছেলে তুমি। কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন?
অমল। আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম।
দইওআলা। আমার সঙ্গে!
অমল। হাঁ। তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে।
দইওআলা। (দধির বাঁক নামাইয়া) , বাবা, তুমি এখানে বসে কী করছ?
অমল। কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখেনেই বসে থাকি।
দইওআলা। আহা, বাছা তোমার কী হয়েছে?
অমল। আমি জানি নে। আমি তো কিচ্ছু পড়ি নি, তাই আমি জানি নে আমার কী হয়েছে। দইওআলা, তুমি কোথা থেকে আসছ?
দইওআলা। আমাদের গ্রাম থেকে আসছি।
অমল। তোমাদের গ্রাম? অনে―ক দূরে তোমাদের গ্রাম?
দইওআলা। আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়। শামলী নদীর ধারে।
অমল। পাঁচমুড়া পাহাড়― শামলী নদী― কী জানি,হয়তো তোমাদের গ্রাম দেখেছি― কবে সে আমার মনে পড়ে না।
দইওআলা। তুমি দেখেছ? পাহাড়তলায় কোনোদিন গিয়েছিলে নাকি?
অমল। না, কোনোদিন যাই নি। কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরোনোকালের খুব বড়ো বড়ো গাছের তলায় তোমাদের গ্রাম― একটি লাল রঙের রাস্তার ধারে। না?
দইওআলা। ঠিক বলেছ বাবা।
অমল। সেখানে পাহাড়ের গায়ে সব গোরু চরে বেড়াচ্ছে।
দইওআলা। কী আশ্চর্য! ঠিক বলছ। আমাদের গ্রামে গোরু চরে বই কি, খুব চরে।
অমল। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসী করে নিয়ে যায়― তাদের লাল শাড়ি পরা।
দইওআলা। বা! বা! ঠিক কথা। আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়ই। তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়― কিন্তু বাবা, তুমি নিশ্চয় কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে!
অমল। সত্যি বলছি দইওআলা, আমি একদিনও যাই নি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে?
দইওআলা। যাব বই কি বাবা, খুব নিয়ে যাব!
অমল। আমাকে তোমার মতো ঐরকম দই বেচতে শিখিয়ে দিয়ো। ঐরকম বাঁক কাঁধে নিয়ে― ঐরকম খুব দূরের রাস্তা দিয়ে।
দইওআলা। মরে যাই! দই বেচতে যাবে কেন বাবা। এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে।
অমল। না, না, আমি কক্‌খনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াব। কী রকম করে তুমি বল, দই, দই, দই― ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও।
দইওআলা। হায় পোড়াকপাল! এ সুরও কি শেখবার সুর!
অমল। না, না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়― তেমনি ঐ রাস্তার মোড় থেকে ঐ গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল― কী জানি কী মনে হচ্ছিল!
দইওআলা। বাবা, এক ভাঁড় দুই তুমি খাও।
অমল। আমার তো পয়সা নেই।
দইওআলা। না না না না― পয়সার কথা বোলো না। তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব।
অমল। তোমার কি অনেক দেরি হয়ে গেল?
দইওআলা। কিচ্ছু দেরি হন নি বাবা, আমার কোনো লোকসান হয় নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম।

Check here other activities.

Other drama Mini o Kabuliwala.

Know details on Dak Ghar.

#TravelWithSurajit #AmolODoiwalaBengaliDrama #AmolODoiwalaStory #AmolODoiwalaInBengali #AmolODoiwalaStoryInBengali #AmolODoiwalaShortDrama #AmolODoiwalaNatok #AmolODoiwalaScript #AmolODoiwalaLyrics #AmolODoiwalaBengaliScript #AmolODoiwalaBengaliOnline #AmolODoiwalaBanglaNatok #AmolODoiwalaBengaliScriptOnline #AmolODoiwalaRabindranathThakur #AmolODoiwalaDrama #AmolODoiwalaYoutube #AmolODoiwalaFreeYoutube #AmolODoiwalavideo #AmolODoiwalaOnlineVideoYoutube #AmolODoiwalaFromDakGhar #AmolODoiwalaOnlineDrama #AmolODoiwalaOnlineNatak #AmolODoiwalaBengaliScript #AmolODoiwalaBangleLyrics #AmolODoiwalaVedioOnline #AmolODoiwalaDramaFree

1 thought on “অমল ও দইওয়ালা | Amol o Doiwala | রবীন্দ্রনাথ ঠাকুর | Rabindranath Tagore | ডাকঘর | DAK GHAR”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Related Post

Mahalaya – Tarpan – Pandal Hopping – Durga Puja Carnival – Mahalaya Song – Immersion ProcessionMahalaya – Tarpan – Pandal Hopping – Durga Puja Carnival – Mahalaya Song – Immersion Procession



Durga Puja and Mahalaya – Day& Date – 2021 Mahalaya Wednesday 6 October 2021 Maha Panchami Sunday 10 October 2021Maha Sashti Monday 11 October 2021Maha Saptami Tuesday 12 October 2021Maha

একটি শিশির বিন্দু – Ekti Shishir Bindu – Recitation by Atreyi Mandalএকটি শিশির বিন্দু – Ekti Shishir Bindu – Recitation by Atreyi Mandal



Know story on একটি শিশির বিন্দু Ekti Shishir Bindu (একটি শিশির বিন্দু ), written by Rabindranath Tagore, most Bengalis recite this poem once in life. This poem was written to