Journey Beyond Boundaries Activity,All,Recitation পাপাঙ্গুল । Papangul | Recitation by Atreyi Mandal | Translation Satyajit Roy | Rhyme Edward Lear

পাপাঙ্গুল । Papangul | Recitation by Atreyi Mandal | Translation Satyajit Roy | Rhyme Edward Lear



এডোয়ার্ড লিয়রের ছড়া অবলম্বনে –
অনুবাদ – সত্যজিত রায়

পাপাঙ্গুল

তারা ছাঁক্‌নি চড়ে সাগর পাড়ি দেবে
দেবেই দেবে ।

তাদের সবাই করে মানা,
বলে, ‘আর কিছুতে যা না-
দিচ্ছে হাওয়া পুবে
ঘূর্ণিতে সব মরবি যে রে ডুবে ।’
তাও কি তারা টলে ?
তারা সবাই হাত পা ছুঁড়ে বলে-
‘মোরা থোড়াই কেয়ার করি,
এই আমাদের মনের মতন তরী,
ছাঁক্‌নি চড়ে সাগর যাওয়ায় নেইকো কোন ভুল।’
এরাই পাপাঙ্গুল ।
অনেক দুরে অনেক দেশের পর
এদের আপন ঘর ।
নীল মাথাতে সবুজ রঙের চুল-
পাপাঙ্গুল !

তারা ছাঁক্‌নি চড়েই গেল
তাতেই গেল ।
পুবের হাওয়ায় উঠল ফেঁপে সব্‌জেটে রুমাল
(সেটাই তাদের পাল
তামাক-টানা হুঁকোর সঙ্গে বাঁধা) ।
ডাঙার লোকে বললে, ‘এমন গাধা,
ওরা বুঝছে না কেউ মোটেই
ডুববে তরী হাওয়ার ঠেলার চোটেই ।
এমন জোরে বাওয়া !
বেরিয়ে যাবে ছাঁক্‌নি চেপে সমুদ্রেতে যাওয়া ।’
অনেক দুরে অনেক দেশের পর
পাপাঙ্গুলের ঘর ।
নীল মাথাতে সবুজ রঙের চুল-
পাপাঙ্গুল !

ঝাঁঝরা দিয়ে জল উঠেছে
জল নেমেছে নায়ে
তাদের ঠান্ডা লাগে পায়ে ।
তখন বালির কাগজ পালিশ করে পায়ের তলায় সেঁটে
পেরেক দিয়ে এঁটে
বৈয়াম চড়ে রাত কাটাল সবাই,
বললে, ‘আমরা ক-ভাই
মোদের পেটে বুদ্ধি রাখি কত,
এই পাড়িতে আসবে বিপদ যত
ঘুরবে যতই তরী
বলব মোরা – আমরা কি ভুল করি ?’
অনেক দুরে অনেক দেশের পর
পাপাঙ্গুলের ঘর ।
নীল মাথাতে সবুজ রঙের চুল-
পাপাঙ্গুল !

রাতটা তাদের কাটল সাগর জলে
সাগর জলেই।
আবার সন্ধ্যা নামে
পাটকিলিয়া পাহাড়খানার বামে ।
চাঁদের দিকে চেয়ে
এবার তারা উঠল সবাই আনমুনি গান গেয়ে-
‘আহা, অলম্বুশ !
আজকে মোদের মেজাজ বড় খুশ্‌ ।
আজকে আকাশ চাঁদ-চাঁদোয়া ঢাকা,
ঝাঁঝরা-নায়ে আজ রাতেতে বৈয়াম চড়ে থাকা ।’
অনেক দুরে অনেক দেশের পর
পাপাঙ্গুলের ঘর ।
নীল মাথাতে সবুজ রঙের চুল-
পাপাঙ্গুল !

পছিম সাগর এলে
ছাঁক্‌নি তবে ডাঙার নাগাল পেলে ।
সে এক আজব ঠাঁই,
গাছ ছাড়া আর সেথায় কিচ্ছু নাই ।
কার্যপরম্পরা
এই দেশেতেই তাদের খরিদ করা-
একটা প্যাঁচা, একটা গোরুর গাড়ি,
এক পোয়া চাল, পাঁউরুটি এক কাঁড়ি,
শূয়োর, বাঁদর, রঙ-বেরঙা পানি
মৌমাছি আর ঢাকাই বাখরখানি ।
অনেক দুরে অনেক দেশের পর
পাপাঙ্গুলের ঘর ।
নীল মাথাতে সবুজ রঙের চুল-
পাপাঙ্গুল !

বাইশ বছর পরে
যখন এসে ফিরল তারা ঘরে,
সবাই তাদের দেখতে এসে কয়
‘এইটুকুনি মানুষগুলো এত্ত বড়ো কেমন করে হয় ?’
‘তাও জানো না ?’ বললে তারা
‘কম ঘুরেছি ? সেই কবে দেশছাড়া ।
তালুক তুলুক মালুক মুলুক যত
চ্যাংলি পাহাড়, গুম্‌ফি আরো কত ;
সব দেখেছি ।
এবার ভোজের পালা
সবার জন্যে ডাম্‌পুলি এক থালা ।

বললে লোকে, ‘থাকব যদি ভেবেই
ছাঁক্‌নি চড়ে সবাই মোদের সাগর যেতে হবেই ।
বেঁচেই যদি থাকি,
চ্যাংলি পাহাড় দেখতে কেন বাকি ?
অনেক দুরে অনেক দেশের পর
পাপাঙ্গুলের ঘর ।
নীল মাথাতে সবুজ রঙের চুল-
পাপাঙ্গুল !

Check other recitation

Check other activities

Literary works of Satyajit Ray

Know more about Edward Lear

#TravelWithSurajit #Papangul #PapangulPoem #PapangulErGhor #PapangulRecitation #PapangulKobita #PapangulTranslationBySatyajit #PapangulrhymeByEdwardLear #PapangulSatyajitRayLyrics #PapangulSatyajitRayLyricsInBengali #PapangulSatyajitRayPoem #PapangulSatyajitRayPoemLyricsInBengali #PapangulRecitationByAtreyiMandal #PapangulRecitationByAtreyi #PapangulYoutube #PapangulOnlineVideo #PapangulTranslationBySatyajitRoy #PapangulRhymeByEdward #PapangulPoemScript #PapangulInBengali #SatyajitRayPoemsInBengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Related Post